কুষ্টিয়ায় ভূতুরে বিদ্যুৎ বিলে ফূসে উঠেছে এলাকাবাসি,গ্রাহক কপি দিতে এসে জনতার মুখোমুখি ।
কুষ্টিয়া থেকে, ওয়াহিদুজামান অর্ক
দ্বিগগুন বিদ্যুৎ বিলে বেকায়দায় পড়েছে কুষ্টিয়াবাসি। আজ শনিবার সকালে কুষ্টিয়ার জগতি এলাকার ঢাকা মিনাপাড়া গ্রামে বিদ্যুৎ বিলের কপি দিতে এসে জনতার মুখোমুখি ২ কর্মকর্তা।
এলাকাবাসির অভিযোগ, এই করোনা পরিস্থিতিতে জনসাধারন খুব খারাপ অবস্থায় জীবন-যাপন করছে । এরই মাঝে বিদ্যুৎ অফিসের কোন কর্মকর্তা বাড়িতে বাড়িতে মিটার না দেখেই ইচ্ছেমত বিল কষে দিয়েছে। গত মাসের বিলের টাকার দ্বিগুণ টাকা ধরা হয়েছে।
বিদ্যুৎ কর্মকর্তারা বলেন, আপনাদের অভিযোগ থাকলে কেন্দ্রে জানাতে হবে। আপনাদের অভিযোগ আমরা অফিসে গিয়ে জানাবো। এদিকে বিষয়টি তদন্ত করে সঠিক বিদ্যুৎ বিল নেওয়ার দাবী করে এলাকা বাসী ।